ইজরায়েলকে সমর্থন করে বিপদে কেএফসি

 ইসরায়েলকে সমর্থন করে বিপদে কেএফসি

কালবেলা


 ডেস্কমালয়েশিয়ার মুসলমানদের অভিযোগ, ফিলিস্তিন যুদ্ধে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এর জেরে ফাস্ট ফুডের এই চেইন শপটি বয়কটের ডাক দেন মালয়েশিয়ার মুসলমানরা। ফলাফল, মালয়েশিয়ায় একের পর এক আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে কেএফসি।


মালয়েশিয়ায় কেএফসি পরিচালনা করে দেশটির অন্যতম ফুড টেকনোলজি কোম্পানি কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ। গাজায় হামলার প্রথম দিকেই বয়কটের ঘোষণা আসে। তবু কেএফসি আউটলেটগুলো টানা কয়েক মাস খুলে রাখে কোম্পানিটি। কিন্তু পরবর্তীতে লোকসানের মুখে পড়ে দেশব্যাপী ১০০টিরও বেশি কেএফসি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কিউএসআর ব্র্যান্ডস।


স্থানীয় চীনা একটি দৈনিকের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন জানিয়েছে, কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্ট-ফুড চেইন ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে, তারা ২৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ১০৮টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে।


Comments

Popular posts from this blog

Registration Form

এখানে রেজিষ্ট্রেশন বা ফরম ফিলাপ করুন

Registration Form